National

আঙুলের ছাপ ছাড়াই ফোন নম্বরের সঙ্গে আধার সংযোগ

Published by
News Desk

২০১৮-র ৬ ফেব্রুয়ারির মধ্যে ফোন নম্বরের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক বলেই জানিয়েছে কেন্দ্র। তবে এই সংযোগ নিশ্চিত করতে এবার পদ্ধতিকে সরল করছে তারা। এখন নিজের ঘরে বসেই যে কেউ ইউআইডি নম্বরের সঙ্গে লিঙ্ক করাতে পারবেন ফোন নম্বরের। আর পার্শ্ববর্তী দোকানে গিয়ে ফিঙ্গার স্ক্যান করাতে হবেনা। আগামী ১ ডিসেম্বর থেকে ঘরে বসেই মোবাইল নম্বরের সঙ্গে আধারের সংযোগ করা যাবে।

আপনার মোবাইল ফোনে একটি ওটিপি নম্বর আসবে। ওটিপি হল ওয়ান টাইম পাসওয়ার্ড। নম্বর ভেরিফিকেশনের সময় ওই ওটিপি-টি লাগবে। যা সামান্য কিছু সময়ের জন্যই বৈধ থাকবে। এই ওটিপি নম্বর দিয়েই ঘরে বসে ফোন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে অতি সহজে।

Share
Published by
News Desk