National

আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল

Published by
News Desk

আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র। সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। গত বুধবার আধার সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে জানান, যে কোনও সরকারি সুযোগ সুবিধা পেতে আধার সংযুক্তিকরণের সময়সীমা ৩১ ডিসেম্বর করেছে কেন্দ্র। কিন্তু সেখানে আধার-প্যান লিঙ্ক নিয়ে কোনও কিছু না জানানোয় বিভ্রান্তি জন্ম নেয়।

৩১ অগাস্ট ছিল আধার-প্যান লিঙ্কের শেষ দিন। তা বর্ধিত হল কিনা তা পরিস্কার না করায় সমস্যা বাড়ছিল। অবশেষে এদিন কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল আধার কার্ডের সঙ্গে প্যানের সংযুক্তিকরণের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হল।

Share
Published by
News Desk