National

১ অক্টোবর থেকে মৃত্যু নিবন্ধীকরণে বাধ্যতামূলক আধার

Published by
News Desk

কেউ মারা গেলে তাঁর মৃত্যু নিবন্ধীকরণের সময় আধার নম্বর বাধ্যতামূলক। পরিচয় প্রতারণা ঠেকাতেই এই উদ্যোগ। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম সারা দেশে কার্যকর হবে। শুধু বাদ থাকবে ৩টি রাজ্য। জম্মু কাশ্মীর, মেঘালয় ও অসম। এই ৩ রাজ্যে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

এই পদ্ধতি চালু হলে শুধু পরিচয় প্রতারণা বলেই নয়, মৃতের আত্মীয়দের দেওয়া তথ্য সম্বন্ধেও নিশ্চিত হওয়া যাবে। মৃতের নাম তালিকাভুক্ত করতেও সুবিধা হবে বলে জানিয়েছে মন্ত্রক।

Share
Published by
News Desk