National

৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জুড়তে হবে আধার কার্ড

Published by
News Desk

ব্যাঙ্কে ‌অ্যাকাউন্ট থাকলে গ্রাহকরা সতর্ক হোন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়। তারমধ্যেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার বাধ্যতামূলক করল কেন্দ্রীয় রাজস্ব মন্ত্রক। ফলে আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা না থাকলে তা যুক্ত করতে হবে এ বছরের মধ্যেই। নাহলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্ট। কোম্পানির অ্যাকাউন্টের ক্ষেত্রে সংস্থার তরফে আর্থিক লেনদেনকারীর আধার কার্ড যুক্ত করতে হবে অ্যাকাউন্টের সঙ্গে। ৫০ হাজার টাকার ওপর যে কোনও লেনদেনেও আধার বাধ্যতামূলক করছে কেন্দ্র। এতদিন ৫০ হাজারের ওপর লেনদেনে প্যান বাধ্যমূলক ছিল। এবার আধারও বাধ্যতামূলক হচ্ছে।

 

Share
Published by
News Desk