National

আধার কার্ড থাকলে এখন থেকে ২টি নতুন সুবিধা হাতের মুঠোয়

আধার কার্ড থাকলে এখন নতুন ২টি সুবিধা পাবেন মানুষজন। যা তাঁদের দৈনন্দিন জীবনে এক বড় সুবিধার ভূমিকা নিতে পারে।

Published by
News Desk

আধার কার্ড এখন একজন ভারতীয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ক্রমশ আধার কার্ডের গুরুত্ব বেড়ে চলেছে। নানা সুবিধা পেতে গেলে এখন আগে আধার নম্বর দরকার। নাহলে সরকারি সুবিধা পাওয়াই দুষ্কর।

কিন্তু আধার কার্ড থাকলেই হল না। তারপরও নানা সমস্যা থেকে যায়। যেমন অনেকে ভুলে যান যে তাঁর আধার কার্ডে মোবাইল নম্বর কি দেওয়া হল। এবার তাঁর সমস্যা সেক্ষেত্রে হল তাঁর সেই নম্বরে কোনও আধার ওটিপি এলে তিনি তা খুঁজে পাচ্ছেন না বা সময়মত জানতে পারছেন না।

এটা একটা সমস্যা। তাই কারও আধার কার্ড থাকলে তাঁর আধারে দেওয়া মোবাইল নম্বর সহজে জানতে এবার এল অনলাইনে সুবিধা। একইসঙ্গে তাঁর ইমেল কোনটা দেওয়া আছে তা জানার জন্যও নতুন সুবিধা এনেছে ইউআইডিএআই।

এবার আধারের অফিসিয়াল অ্যাপে-র হাত ধরে সহজেই যে কেউ চাইলে তাঁর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর এবং ইমেল সম্বন্ধে নিশ্চিত হতে পারবেন। এতে তাঁর আগামী দিনে আধার নম্বর ব্যবহার এবং আধার ওটিপি পাওয়া সুগম হবে।

কোনও তথ্য পাওয়ার হলেও আধারের সঙ্গে সংযুক্ত ইমেলে তা এসে যাবে। যেমন অনেকে রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহারের পরই ইমেলে সে সম্বন্ধে সতর্কতা এসে যায়।

এছাড়া মোবাইল নম্বর কারও যদি আধার কার্ডে যুক্ত না থাকে তাহলেও সে সম্বন্ধে ওই ব্যক্তিকে সতর্ক করবে এই নতুন সুবিধা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk