National

সুপ্রিম কোর্টকে শর্তসাপেক্ষে আধার সংযুক্তিকরণের দিন বাড়ানোর কথা জানাল কেন্দ্র

Published by
News Desk

মোবাইল ফোন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কোনও সরকারি পরিষেবা বা সুবিধা নিরবচ্ছিন্নভাবে পেতে গেলে গ্রাহককে আধার নম্বর সংযুক্তিকরণ করতেই হবে। জানিয়ে দেয় কেন্দ্র। আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা ধার্য হয় আগামী ৩১ ডিসেম্বর। আধার কার্ড করতে ব্যক্তির আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যানের মত গুরুত্বপূর্ণ তথ্য লাগে। যা আধার নম্বর পেলে সেই নম্বরের সাপেক্ষে রেকর্ডে থাকে। একটি জনস্বার্থ মামলায় জনৈক ব্যক্তি সুপ্রিম কোর্টের কাছে দাবি করেন এটা একজন ব্যক্তির অত্যন্ত গোপন তথ্য যা মোবাইল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হলে তা পরে বিপদের কারণ হতে পারে। এমন দাবিকে সামনে রেখে আধার নম্বর সংযুক্তির বিরোধিতা করেন তিনি। তথ্য গোপন থাকবে এমন নিশ্চয়তা তৈরি করে তবেই আধার নম্বর যোগ বাধ্যতামূলক করার দাবিও করা হয়।

এদিন অবশ্য সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল সুপ্রিম কোর্টকে জানান, আধার নম্বর সংযুক্তিকরণের দিন সরকার ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করছে। আগামী শুক্রবার তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তবে যাঁদের এখনও আধার নম্বর নেই তাঁদের জন্য এটা প্রযোজ্য। পাশাপাশি তিনি আরও জানান যেহেতু আদালতের নির্দেশ তাই মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের শেষ দিন আগামী ৬ ফেব্রুয়ারিতেই স্থির রাখা হল। তা আর বর্ধিত হবে না। এদিকে আধার নম্বর যুক্ত হওয়া মানেই ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়া বলে দাবি করে আধারের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন এক সমাজকর্মী। সেই আবেদনের শুনানি আগামী সপ্তাহে।

Share
Published by
News Desk