Entertainment

আমির, শরমনরা মদ্যপ অবস্থায় অভিনয় করছেন, রিল গেল ফুরিয়ে

থ্রি ইডিয়টস সিনেমার শ্যুটিংয়ের সময় একটি দৃশ্যে আমির খান, শরমন যোশী এবং আর মাধবন অভিনয় করছিলেন। সে সময় সিনেমার রিল গেল শেষ হয়ে।

Published by
News Desk

ভারতীয় চলচ্চিত্রে ‘থ্রি ইডিয়টস’ একটা কালজয়ী সিনেমা হিসাবে চিরকাল মানুষের মনে থেকে যাবে। সেই সিনেমায় একটি দৃশ্যে আমির খান, শরমন যোশী এবং আর মাধবন মদ্যপান করতে করতে কথা বলছেন। রাতের দৃশ্য ছিল সেটি।

সিঁড়িতে বসে অভিনয় করছিলেন ৩ তারকা। দৃশ্যটাকে আরও বাস্তবধর্মী করে তুলতে তখন আমির, শরমন, মাধবন ৩ জনই মদ্যপান করছিলেন। মদ্যপ অবস্থায় অভিনয়টা করতে তাঁরা অনেকটাই সময় নিচ্ছিলেন।

এদিকে পরিচালক রাজকুমার হিরানির নির্দেশে ক্যামেরা চলছে। শ্যুটিং চলা মানে রিলও শেষ হতে থাকে। সেটাই হল। রিল গেল একসময় শেষ হয়ে। তখনও আমিরদের ওই দৃশ্যের শ্যুটিং শেষ হয়নি।

পরিচালক জানিয়ে দেন ওইদিন ওই সময়ই তিনি এই দৃশ্যের শ্যুটিং শেষ করতে চান। তাই যেভাবে হোক রিল চাই। সকালে হলে কথা ছিল। কিন্তু অত রাতে তো প্রোডাকশনের পক্ষে রিল জোগাড় করা মুশকিল। কোত্থাও রিল পাওয়া যাবেনা।

তবে সেদিন প্রোডাকশনের কপাল ভাল ছিল। রিল খুঁজতে বেরিয়ে তারা খবর পায় কাছেই একটি আঞ্চলিক সিনেমার শ্যুটিং চলছে। তারা সেখানে হাজির হয়। পুরো বিষয়টি জানায়।

ওই সিনেমার প্রোডাকশনের হাতে রিল ছিল। তারা সেই রিল দিয়ে সাহায্য করে। সেখান থেকে রিল আনা হলে ফের শুরু হয় শ্যুটিং। ওই রাতেই আমিরদের নিয়ে সেই দৃশ্যের শ্যুটিং শেষ করেন রাজকুমার।

Share
Published by
News Desk