Sports

পাকিস্তানকে মাঠেও টিকতে দিল না ভারত, সূর্যের ছেলেদের হাতে লজ্জার হার পাকিস্তানের

পাকিস্তানকে দাঁড়াতেই দিল না ভারত। একতরফা খেলে ম্যাচ জিতে নিল সূর্য বাহিনী। এশিয়া কাপে ছেলেখেলা করে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত।

Published by
News Desk

ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই একটা টানটান উত্তেজনা। যে উত্তেজনার আঁচ ২ দেশের বাসিন্দাদের ওপরই থাকে। এটাই চলে আসছে ক্রিকেটের দুনিয়ায়। সেই ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল এশিয়া কাপের গ্রুপ লিগের খেলায়।

পহেলগামে জঙ্গি হামলার পর পাল্টা ভারতের অপারেশন সিঁদুর। যা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের নিকেশ করার পথে আরও এক বড় সাফল্য ছিল। জবাব ছিল পহেলগামের জঙ্গি হানার। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি নিকেশের পর ভারত পাক সম্পর্ক এখন তলানিতে।

তারমধ্যেই দুবাইতে ছিল এশিয়া কাপে ভারত পাক লড়াই। যা কার্যত ভারতবাসীর কাছে নিছক ক্রিকেট ছিলনা। ছিল আরও একবার জবাব দেওয়ার পালা। আর সেই জবাব পাকিস্তানকে দুরমুশ করে দুবাইয়ের মাঠে দিল ভারত।

এদিন টস জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। হার্দিক পাণ্ডিয়ার প্রথম ওভারের প্রথম সঠিক বলেই আউট দিয়ে শুরু হয় পাকিস্তানের উইকেট পতন।

পুরো ম্যাচে ধসে যাওয়া পাকিস্তানকে কিছুটা সম্মানজনক রানে পৌঁছে দেন সাহিবজাদা ফারহান এবং শাহিন আফ্রিদি। শাহিন আফ্রিদি বোলার বলেই পরিচিত। কিন্তু এদিন ১৬ বলে ৩৩ রান করে পাকিস্তানকে লড়ার একটা সুযোগ করে দেন আফ্রিদি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১২৭ রান।

ব্যাট করতে নেমে পাকিস্তানের সেরা বোলার হিসাবে খ্যাত শাহিন আফ্রিদির ২টি ওভারে ২টি করে ছক্কা ও চার হাঁকান অভিষেক শর্মা। ভারতের রানের চাকা দ্রুত ঘুরতে থাকে। ফিল্ডিং নিয়ন্ত্রণের প্রথম ৬ ওভারেই ৬০ রানের ওপর তুলে দিয়ে ভারত বুঝিয়ে দেয় জেতা তাদের সময়ের অপেক্ষা।

এদিন পাকিস্তান বোলিংয়েও সম্পূর্ণ ব্যর্থ। কেবল সাইম আইয়ুব ব্যতিক্রম। ৪ ওভার বল করে ৩৫ রান দিলেও ভারতের ৩টি উইকেট তুলে নেন তরুণ সাইম আইয়ুব। ওই ৩টি উইকেটই হারায় ভারত।

ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৫ ওভার ৫ বলেই খেলা শেষ করে দেয় ভারত। সূর্যকুমার করেন অপরাজিত ৪৭ রান। তিলক বর্মা ও অভিষেক শর্মা ৩১ রান করে যোগ করেন ভারতের স্কোরবোর্ডে। ৭ উইকেটে পাকিস্তানকে এদিন হারায় ভারত।

Share
Published by
News Desk