Sports

এশিয়া কাপ জিতলেও কাপ হাতে নিলেন না সূর্যকুমার, বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

পাকিস্তানকে একই প্রতিযোগিতায় ৩ বার হারানোও একটা রেকর্ড। ফাইনালেও পাকিস্তানকে হারিয়ে দুরন্ত জয়ের পর কাপ নেওয়ার সময় তা হাতে তুললেন না সূর্যকুমার।

পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে হারিয়ে নবম বারের জন্য এশিয়া কাপ জিতল ভারত। পহেলগামে জঙ্গি হানা এবং তার পাল্টা পাকিস্তানকে অপারেশন সিঁদুর দিয়ে ভারতের জবাবের পর ক্রিকেট মাঠেও ছিল কড়া জবাব দেওয়ার পালা। আর সেটা ভারত একটি প্রতিযোগিতায় পাকিস্তানকে হারানোর হ্যাটট্রিক করে দেখিয়ে দিল।

এদিন এশিয়া কাপ জেতার পর পাক খেলোয়াড়দের সঙ্গে কেবল হ্যান্ডশেক করা থেকেই বিরত থাকেনি ভারতীয় দল। অন্য জবাবও দিয়েছে। এদিন এশিয়া কাপ জিতেও তা হাতে তোলেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি কাপ নিতে অস্বীকার করেন।

কারণ কাপটি পাক মন্ত্রীর হাত থেকে নিতে হত। বরং যেন সূর্যকুমার হাতে কাপটা নিয়েছেন তেমন করে কাপ ছাড়াই কাপ হাতে থাকার মত করে এগিয়ে আসেন সতীর্থদের দিকে। তারপর কাপ হাতে নিয়ে যে উচ্ছ্বাসটা তাঁরা করতেন একেবারে সেই উচ্ছ্বাসটাই করলেন।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, সেই সঙ্গে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও। এদিন খেলা শেষ হওয়ার পর ভারতের তরফে খোঁজ নেওয়া হয় কাপটা কে তুলে দিতে চলেছেন। তখনই জানা যায় নাকভির নাম।

ভারতীয় ক্রিকেটাররা জানান পাকিস্তান সীমান্তপার সন্ত্রাসবাদকে মদত দেয়, তাই তাঁরা কোনও পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে ট্রফি নেবেন না। সে জায়গায় তাঁরা এমিরেটস-এর ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির হাত থেকে কাপ নিতে প্রস্তুত আছেন।

কিন্তু নাকভি জানান তিনিই ট্রফি দেবেন। পাল্টা সূর্যকুমারও জানিয়ে দেন সেক্ষেত্রে তাঁরা ট্রফি হাতে তুলছেন না। তারপর ট্রফি হাতে তোলার মত করে অভিনয় করে মাঠে এশিয়া কাপ জয়ের আনন্দে মেতে ওঠেন ভারতীয় খেলোয়াড়েরা।

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডলে ভারতীয় দলকে অভিনন্দন জানাতে গিয়ে লেখেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফলও একই। ভারতের জয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025