Sports

২ রবিতে পাক বধ, পাকিস্তানকে ক্রিকেটের ময়দানে দাঁড়াতেই দিল না ভারত

এশিয়া কাপে পরপর ২টি রবিবারে মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। আর সেই ২টি রবিবারই লজ্জার হার হারতে হল পাকিস্তানকে। ছেলেখেলা করে পাকিস্তানকে হারাল ভারত।

এবারের এশিয়া কাপে ২ বার মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। ২ বারই লজ্জার হার হারতে হল পাকিস্তানকে। পাকিস্তানকে কার্যত দাঁড়াতেই দিলেন না সূর্যকুমারের ছেলেরা। ব্যাটিং, বোলিং ২ বিভাগেই পাকিস্তানকে দাঁড়াতে দেয়নি ভারত।

তবে এদিন ভারতের ফিল্ডিং নিয়ে প্রশ্ন থেকে গেল। একটি ম্যাচে ৫টা ক্যাচ ফেললেন তিলক বর্মা, শুভমান গিল, কুলদীপ যাদবরা। এভাবে একের পর এক ক্যাচ ফসকে এদিন পাকিস্তানকে একটা সম্মানজনক স্কোর তৈরি করার সুযোগ করে দিল ভারত।

তাই প্রথম ম্যাচের মত অতটা দৈন্যদশা এদিন পাকিস্তানের হয়নি। তবে ক্যাচগুলো না ফেললে পাকিস্তানের হয়তো একই লজ্জাজনক অবস্থা হতে পারত।

এদিন টস জিতে ভারত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান ব্যাট করতে নেমে ভালই শুরু করে। ১৭১ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নামে ভারত।

১৭২ রান করলে জিতবে এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে এই চ্যালেঞ্জকে কার্যত কোনও চ্যালেঞ্জের পর্যায়ে রাখেননি অভিষেক শর্মা ও শুভমান গিল।

তাঁদের চওড়া ব্যাটের দাপটে ভারতের স্কোরবোর্ড অতি দ্রুত গতিতে ছুটতে থাকে। ১০ ওভারের মধ্যেই পরিস্কার হয়ে যায় খেলার দেওয়াল লিখন।

যদিও ভারত পরপর ৩টি উইকেট হারিয়ে কিছুটা রানের গতি হারায়। তবে তা জেতার পথে বাধা হয়নি। শেষে তিলক বর্মা ও হার্দিক পাণ্ডিয়া মিলে ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেন। এদিনও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করা থেকে বিরত থাকেন ভারতীয় খেলোয়াড়েরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *