State

দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী আর এক অভিনেতা, কাঁথিতে প্রার্থী শুভেন্দুর ভাই

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখনও হয়নি। তবে তার আগেই এ রাজ্যের ৪২টি আসনের মধ্যে আপাতত ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি।

লোকসভা ভোট আর কিছুদিনের অপেক্ষা। যদিও ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিল। প্রথম দফায় ১৯৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। যার মধ্যে পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থীর নাম রয়েছে।

রাজ্যের ৪২টি আসনের মধ্যে প্রথম ২০টি আসনের প্রার্থী তালিকায় কাঁথি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। প্রসঙ্গত কাঁথি আসনে শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এখন তৃণমূল সাংসদ।

তবে তাঁদের আর এক ভাই দিব্যেন্দু অধিকারী ফের তমলুক থেকে লোকসভায় প্রার্থী হবেন কিনা তা বিজেপির তরফে প্রকাশিত তালিকায় জানা যায়নি।

তৃণমূলের তারকা সাংসদ দেব বা দীপক অধিকারী এখন ঘাটাল লোকসভা আসনের তৃণমূল সাংসদ। তিনিই আবার এই আসন থেকে তৃণমূল প্রার্থী হচ্ছেন বলেই শোনা যাচ্ছে।

এই আসনে বাংলার সুপারস্টার দেবের বিরুদ্ধে আর এক অভিনেতাকেই প্রার্থী করল বিজেপি। ঘাটাল থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন হিরণ্ময় চট্টোপাধ্যায়। যিনি পর্দায় নায়ক হিসাবে হিরণ নামে পরিচিত। প্রসঙ্গত হিরণ খড়গপুর বিধানসভা আসনে বিজেপি বিধায়ক।

এছাড়া বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার, কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, মালদহ উত্তর থেকে খগেন মুর্মু, আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, রাণাঘাট থেকে জগন্নাথ সরকার, বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, বহরমপুর থেকে নির্মল সাহা, মালদহ দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র, পুরুলিয়া থেকে জ্যোতির্ময় মাহাতো, বাঁকুড়া থেকে সুভাষ সরকার, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খান, হাওড়া থেকে রথীন চক্রবর্তী, আসানসোল থেকে পবন সিং, মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ, যাদবপুর থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, বোলপুর থেকে প্রিয়া সাহা এবং জয়নগর থেকে অশোক কাণ্ডারি বিজেপি প্রার্থী হচ্ছেন।

News Desk

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025