Sports

ভারত ও পাকিস্তানের যুদ্ধ দেখতে মুখিয়ে আছে নিউ ইয়র্ক

ভারত ও পাকিস্তান লড়াই করবে। সেই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছে নিউ ইয়র্ক। তার জন্য তারা এখন থেকেই তৈরি হচ্ছে।

Published by
News Desk

জুন মাস আসতে কি খুব দেরি আছে! না বোধহয়। দেখতে দেখতে কেটে যাবে কটা দিন। তারপর আসবে সেই দিন। ৯ জুন তারিখটি। যেদিন ভারত ও পাকিস্তান নামবে তাদের অচেনা লড়াইয়ের ময়দানে। সেখানে যাবতীয় অচেনার মধ্যে চেনা শুধু প্রতিদ্বন্দ্বিতা।

লড়াই পৃথিবীর যে প্রান্তেই হোক, জিততে হবেই। এইটাই লক্ষ্য ২ শিবিরের। আর সেই নিজের শেষ বিন্দু দিয়ে লড়াইটা তারিয়ে উপভোগ করতে এখন থেকেই তৈরি নিউ ইয়র্ক।

আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। এবার টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে ২টি দেশের মোট ৯টি স্টেডিয়ামে। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ, এই ২ জায়গা মিলিয়ে হবে সব খেলা।

সেই বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধ হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। গ্রুপ পর্যায়ে এই ২ যুযুধান দেশের ক্রিকেট যুদ্ধ হতে চলেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

সেই স্টেডিয়াম এখন জোরকদমে তৈরি হচ্ছে। ৩৪ হাজার আসনের ব্যবস্থা হচ্ছে এই স্টেডিয়ামে। স্টেডিয়ামটি এখন দেখলে তা স্টেডিয়াম বলে মনে হবেনা।

কারণ তার আসন, সাজসজ্জা সব তৈরি হচ্ছে। তবে তা খুব দ্রুত হচ্ছে। কাজ এগোচ্ছে জোরকদমে। ভারত পাকিস্তান দ্বৈরথ ছাড়াও এই স্টেডিয়ামে বিশ্বকাপের আরও ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এজন্য নিউ ইয়র্ক তৈরি। ভারত পাকিস্তান ম্যাচ ঘিরেই উন্মাদনার পারদ চড়ছে। টিকিট বিক্রিও শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts