Sports

হকির বল থেকে হকির আঁতুড়ঘরেই জন্ম নিল দানবীয় হকি স্টিক

হকি খেলার জন্য যে স্টিক লাগে তা যে এভাবেও জন্ম নিতে পারে, মানুষের নজর কাড়তে পারে তা অবশেষে দেখতে পাওয়া গেল।

Published by
News Desk

হকি খেলার জন্য যে স্টিক বা ডাণ্ডা লাগে তা যে গোটা বিশ্বের নজর কেড়ে নিতে পারে তা দেখিয়ে দিল ভারত। তাও আবার সে স্টিক জন্ম নিল হকির বলের হাত ধরে। বলা ভাল হকির বল জন্ম দিল হকির স্টিকের।

কিছুটা ধাঁধার মত ঠেকলেও এটাই সত্যি। মাত্র ২ দিনেই তৈরি হয়ে গেছে এই দানবীয় হকি স্টিক। যা ১০৫ ফুট লম্বা। যাঁরাই দেখছেন তাঁদের চোখ আটকে যাচ্ছে এই কীর্তির দিকে তাকিয়ে।

জন্মটিও হয়েছে একদম হকিরই আঁতুড়ঘরে। অবশ্য এই সৃষ্টির পিছনে হকি বল ছাড়াও প্রয়োজন পড়েছে ৫ টন বালির। সঙ্গে লেগেছে ৫ হাজার হকি বল।

আর সবশেষে ছিল আসল কাজ। এর সৃষ্টিকর্তা। যিনি ওড়িশার হলেও এখন বিশ্বখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক। রউরকেল্লার বিরসা মুণ্ডা হকি স্টেডিয়ামে এই অপরূপ কীর্তি সৃষ্টি করেছেন তিনি।

বালি আর হকির বল দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন এই হকির স্টিকটি। যা ওড়িশায় বসা হকি বিশ্বকাপর আয়োজনের অংশ হিসাবে তৈরি করা হয়েছে।

শুধু খেলোয়াড় বলেই নয়, দেশ বিদেশের প্রতিনিধিরাও এই অসামান্য কীর্তি দেখে বেশ কিছুটা সময় দিচ্ছেন সেটাকে খুঁটিয়ে দেখার জন্য। যার রঙের ব্যবহারও বেশ আকর্ষণীয়।

হকি স্টিক, হকি বল এবং হকির স্টেডিয়াম, সবই তৈরি হয়েছে এই শিল্পকীর্তিতে। সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপকে মাথায় রেখে একটি বালি দিয়ে তৈরি বিশ্বকাপও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts