State

মুড়ি মুড়কির মত বোমাবাজিতে রণক্ষেত্র কাঁকিনাড়া

অর্জুন সিংয়ের খাসতালুক হিসাবে পরিচিত ভাটপাড়া। ভাটপাড়া বিধানসভা ছিল অর্জুন সিংয়ের দখলে। তৃণমূলের টিকিটে বিধায়ক ছিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হন। ইস্তফা দিয়েছিলেন বিধায়ক পদ থেকেও। ফলে সেখানে উপনির্বাচন ছিল স্বাভাবিক। ভাটপাড়া আসনে ১৯ মে লোকসভার শেষ দফায় ছিল বিধানসভা নির্বাচন। প্রসঙ্গত রাজ্যের মোট ৪টি বিধানসভা আসনে এদিন উপনির্বাচন হয়। ভাটপাড়ায় অর্জুন সিং বিজেপি প্রার্থী করেন তাঁর ছেলেকে। অন্যদিকে তৃণমূল প্রার্থী করে মদন মিত্রকে। প্রচারের দিনগুলো ঠিকঠাক কাটলেও গত শনিবার রাতে এখানে প্রবল অশান্তি হয়। ফলে সকলেই আতঙ্কে ছিলেন সকাল থেকে ভাটপাড়া না অশান্ত হয়ে ওঠে। কিন্তু তা হয়নি। রবিবার সকালে ভোট শুরুর পর থেকে ভাটপাড়া কিন্তু শান্তই ছিল। কিন্তু সেই সুখ দুপুরেই উধাও হল।

রবিবার বেলার দিকে ভাটপাড়ার অন্তর্গত কাঁকিনাড়া এলাকার কাঁকিনাড়া হাইস্কুলে আসেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর অভিযোগ ছিল এখানে বিনা পরিচয়পত্র পরীক্ষা করেই অনেককে বুথে ঢুকে ভোট দিতে দেওয়া হচ্ছে। এই নিয়ে বুথের মধ্যেই কেন্দ্রীয়বাহিনীর সঙ্গে তাঁর বচসা বাঁধে। এরপর মদন মিত্র বুথের বাইরে আসতে সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। প্রবল বিক্ষোভের মুখে মদন মিত্রকে গার্ড দিয়ে বার করে আনেন তাঁর নিরাপত্তারক্ষীরা। এই সময় শুরু হয় খণ্ডযুদ্ধ। মদন মিত্রের কিছু অনুগামীর সঙ্গে হাতাহাতি শুরু হয় বিজেপি কর্মীদের। হস্তক্ষেপ করে সিআরপিএফ ও ব়্যাফ। মদন মিত্রকে সেখান থেকে সরিয়ে আনা হয়।

এখান থেকে বেরিয়ে মদন মিত্র কাঁটাপুকুর এলাকায় এসে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। আর ঠিক তখনই শুরু হয় বোমাবাজি। তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। মদন মিত্রের কাছেই বোমা পড়ে। দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিক বোমা পড়তেই থাকে। অভিযোগে তির ছিল বিজেপির দিকে। এর কিছু সময় পরেই মদন মিত্রের অনুগামীরাও পাল্টা বোমা ছুঁড়তে শুরু করেন বলে অভিযোগ। আর তাতেই তৈরি হয় রণক্ষেত্রের পরিস্থিতি।

মুড়ি মুড়কির মত বোমা পড়তে থাকে এলাকা জুড়ে। সাধারণ মানুষ কার্যত ঘরে আশ্রয় নেন। জানালা, দরজা বন্ধ করে দেন। দোকানপাট যা খোলা ছিল সব দ্রুত বন্ধ হয়ে যায়। ছুটে আসেন কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা। তাঁরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। হাজির হয় ব়্যাফ ও ব্যারাকপুর কমিশনারেটের বিশাল বাহিনী। এলাকা ফাঁকা করতে শুরু হয় প্রবল লাঠিচার্জ। পাড়ায় পাড়ায় ঢুকে পড়েন কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা। বোমার আওয়াজ তখন ভেসে আসছিল। এমন অবস্থা প্রায় ১ ঘণ্টা চলার পর এলাকা কার্যত কার্ফুর চেহারা নেয়। এলাকা চলে যায় কেন্দ্রীয়বাহিনী ও পুলিশের দখলে। চারদিক তখন খাঁ খাঁ করছে।

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025