State

গ্রামবাসীদের সঙ্গে কেন্দ্রীয়বাহিনীর সংঘর্ষ, গুলি

Published by
News Desk

ভোট দিতে যাওয়ার সময় মোবাইল ফোন জমা রাখাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। সেই অশান্তি গড়াল সংঘর্ষ পর্যন্ত। তাও আবার ২ দলের মধ্যে সংঘর্ষ নয়। গ্রামবাসী বনাম কেন্দ্রীয়বাহিনীর সংঘর্ষ। দুবরাজপুরের পদুমা এলাকায় বুথে ঢোকার সময় মোবাইল জমাকে কেন্দ্র করে অশান্তির জেরে গ্রামবাসীরা চড়াও হন বুথে। শুরু হয় গ্রামবাসী ও কেন্দ্রীয়বাহিনীর মধ্যে সংঘর্ষ। এই সময় গ্রামবাসীদের ঠেকাতে কেন্দ্রীয়বাহিনী শূন্যে গুলি চালায় বলে অভিযোগ।

গুলিতে কারও কোনও আঘাত লাগেনি বলে কেন্দ্রীয়বাহিনীর তরফে দাবি করা হলেও তৃণমূল প্রার্থী শতাব্দী রায় দাবি করেন ২ জন গ্রামবাসী আহত হয়েছেন। ১ মহিলা ও ১ যুবকের গুলি লেগেছে বলে তাঁর দাবি। তাঁর আরও অভিযোগ বিভিন্ন বুথে ঢুকে কেন্দ্রীয়বাহিনী জিজ্ঞেস করছে সেখানে বিজেপির এজেন্ট আছেন কিনা। কেন্দ্রীয়বাহিনী খুব খারাপ ব্যবহার করছে, গুলি করার ভয় দেখাচ্ছে বলেও দাবি করেন শতাব্দী রায়।

এদিন দুবরাজপুরে বেলার দিকে প্রবল অশান্তির পর সেখানে ভোটগ্রহণ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনে খবর পৌঁছয়। রিপোর্ট চায় কমিশন। প্রসঙ্গত চতুর্থ দফায় রাজ্যে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার।

Share
Published by
News Desk

Recent Posts