Entertainment

শাহরুখের কণ্ঠে ভোটের গান

Published by
News Desk

লোকসভা নির্বাচনের প্রথম ২টি দফার ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। মঙ্গলবার তৃতীয় দফার ভোট। তার আগে দেশবাসীকে ভোটদানে উৎসাহ যোগাতে এবং তাঁদের একটি ভোটের মূল্য বোঝাতে এবার নিজের গলায় গান গাইলেন শাহরুখ খান। সিনেমার পর্দায় যাঁকে কেবল গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায়, তিনি এবার স্বকণ্ঠে গেয়ে ফেললেন ব়্যাপ ধর্মী একটি গান। যার একটি ভিডিও তৈরি করেছেন তিনি। যা তিনি নিজেই ট্যুইটারে প্রকাশ করেন। ঠিক কেন তিনি এই গান গাইলেন, কার অনুরোধে গাইলেন তাও পরিস্কার করেছেন শাহরুখ।

নিজের ট্যুইটার হ্যান্ডলে শাহরুখ গানটি তুলে দিয়ে তার তলায় লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে একটি সৃজনশীল কিছু করার জন্য আগেই বলেছিলেন। তাঁরই ভিডিওটি তৈরি করতে একটু দেরি হয়ে গেল। কিন্তু দেশবাসী যেন ভোট দিতে দেরি না করেন সে অনুরোধও করেছেন কিং খান। গানটি লিখেছেন অ্যাবি ভাইরাল এবং গানে সুর দিয়েছেন তানিষ্ক বাগচি।

গানটি গেয়েছেন শাহরুখ খান। গানের গতির সঙ্গে ভিডিও তৈরি হয়েছে গতি রেখেই। ভাল কাজ। তবে বার্তাটা দেশবাসীর জন্য অত্যন্ত জরুরি। একটা ভোট দেশের সরকার তৈরি করে। আর সেই সরকার বেছে নিতে প্রত্যেকের মতামত জরুরি। যা ভোটের মধ্যে দিয়েই মানুষ দিতে পারেন। ভোট শুধু তাঁদের গণতান্ত্রিক অধিকারই নয়, ভোট দেশের মানুষের হাতে থাকা একটা বড় শক্তি। এই বার্তাই দিতে চেয়েছেন শাহরুখ খান।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts