National

প্রথমে প্রাণায়াম, তারপর মনোনয়ন পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

Published by
News Desk

প্রথমে প্রাণায়াম করলেন। তাও একা নয়। প্রাণায়াম যিনি গোটা দেশকে শেখান সেই বাবা রামদেবের পরামর্শে তাঁকে পাশে নিয়ে প্রাণায়াম করলেন। বাবা রামদেব যেভাবে যেভাবে বললেন সেইমত প্রাণায়াম করে তারপর নিজের মনোনয়ন পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। রাজস্থানের জয়পুর রুরাল আসনের জন্য মনোনয়ন পেশ করলেন তিনি। এখান থেকেই ২০১৪ সালে জয়ী হন এক সময়ের অলিম্পিক পদকজয়ী রাজ্যবর্ধন।

দেশের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের জন্য এদিন প্রচারও করেন বাবা রামদেব। মঙ্গলবার মনোনয়ন পেশ করার সময় বাবা রামদেব ছাড়াও রাজ্যবর্ধন সিং রাঠোরের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী গায়ত্রী, বিধায়ক সতীশ পুনিয়া, বিধায়ক রাও রাজেন্দ্র সিং, রাজ্যসভার সাংসদ কিরোরিলাল মিনা।

রাজ্যবর্ধন সিং রাঠোরের বিরুদ্ধে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কৃষ্ণা পুনিয়া। কৃষ্ণা পুনিয়াও ভারতের একজন প্রথমসারির ক্রীড়াবিদ। তাঁরও ঝুলিতে একাধিক বিদেশি পদক রয়েছে। ভারতে মহিলাদের ডিসকাস থ্রো-তে উজ্জ্বলতম নাম কৃষ্ণা পুনিয়া। ফলে জয়পুর রুরালে এবার ২ ক্রীড়াবিদের লড়াই। রাজ্যবর্ধন অবশ্য ক্রীড়াবিদের সঙ্গে সঙ্গে একজন প্রাক্তন সেনা আধিকারিকও।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts