Sports

বিশ্বকাপে লাইভ চলাকালীন মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি

Published by
News Desk

ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। আর যে দেশে সেই আসর বসেছে সেই রাশিয়ায় তো এখন সর্বত্রই ফুটবল আর ফুটবল। সেই ফুটবল উন্মাদনায় কেউ কেউ তাল জ্ঞান হারাচ্ছেন? নাকি ইচ্ছে করেই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন? প্রকাশ্যে এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি সেই উন্মত্ত দর্শকদের নিয়ে প্রশ্ন তুলে দিল। বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ঘটনাটি রীতিমত শোরগোল ফেলে দিয়েছে।

জার্মানির একটি সংবাদমাধ্যমের তরফে রাশিয়ায় ফুটবল কভার করতে এসেছেন জুলিয়েট গঞ্জালেজথেরান নামে এক তরুণী সাংবাদিক। চ্যানেলের হয়ে ফুটবল উন্মাদনা নিয়ে লাইভে ছিলেন তিনি। হাসি মুখেই লাইভে বিবরণ দিচ্ছিলেন রাশিয়ার ফুটবল মহাযজ্ঞের। লাইভে থাকায় তখন ওই চ্যানেল যাঁরাই দেখছিলেন তাঁরাই একটি ঘটনা দেখে তাজ্জব বনে যান। লাইভ চলাকালীন আচমকাই ফ্রেমে তরুণীর কাছে চলে আসেন এক ফুটবল ফ্যান। তারপর এক হাত দিয়ে চেপে ধরেন তরুণীর বাঁ স্তন। চুম্বন খান গালে। তারপর বুক থেকে হাত সরিয়ে হেসে চলে যান।

এমন ভয়ংকর অভিজ্ঞতা। এমন প্রকাশ্যে সম্মানহানির পরও কিন্তু পেশাদারিত্বে এতটুকু গাফিলতি করেননি জুলিয়েট। পুরো লাইভটি তিনি সমান পেসে হাসিমুখেই সমাপ্ত করেন। তারপর অবশ্য নিজের ক্ষোভ উগরে দেন তিনি। নিজের ইন্সটাগ্রামে ওই ভিডিওটি পোস্ট করে জুলিয়েট ক্ষোভের সঙ্গেই জানান এটা সকলের মনে রাখা দরকার ফুটবল উন্মাদনা মানে কারও হয়রানি করা নয়।

তাঁর ক্ষোভকে সঠিক বলেই ব্যাখ্যা করেছেন সকলে। এভাবে রাস্তার ওপর পেশাগত কারণে লাইভ করার সময়ে কোনও মহিলার এহেন সম্মানহানি গোটা রাশিয়ার জন্যই লজ্জার বলে মন্তব্য করেছেন অনেকে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts