Sports

আর্জেন্টিনাকে ছিটকে দেওয়া গোলই বিশ্বকাপের সেরা

Published by
News Desk

রাশিয়া বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হল। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। সেই ম্যাচে ফ্রান্সের হয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল করেন বেঞ্জামিন পাভার্ড। লুকা এনঁদেজের করা একটি ভাসানো ক্রস আর্জেন্টিনার গোললাইনের বাইরে পান পাভার্ড। সেখান থেকে অনেকটা দূরে আর্জেন্টিনার গোল। কিন্তু সেই ক্রসে ডান পায়ে একটি দুরন্ত ভলি করেন পাভার্ড। সেই বল তিরের মত ছুটে আসার সঙ্গে সঙ্গে হাওয়ায় একটু বাঁকও নেয়। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই জড়িয়ে যায় আর্জেন্টিনার গোলে। গোলটি হওয়ার পর থেকেই ফুটবল বিশেষজ্ঞেরা একে স্বপ্নের গোল বলছিলেন।

এবার পাভার্ডের সেই গোলটিই রাশিয়া বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হল। তাও আবার দর্শকদের বিচারে। ফিফার ওয়েবসাইটে হওয়া ভোটে বিশ্ব জোড়া মানুষের ভোটে এটি প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে কলম্বিয়ার হুয়ানের গোল। তৃতীয় ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মাদরিচের গোল।

Share
Published by
News Desk

Recent Posts