Sports

নিজেদের মধ্যে লড়াইয়ে নামল দুই কোরিয়া

Published by
News Desk

দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে চলতি ঠান্ডা লড়াইয়ের কথা কারও অজানা নয়। কিমের দেশ উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে সামরিক আস্ফালন দেখাচ্ছে। থেমে নেই দক্ষিণ কোরিয়াও। মিত্র দেশ আমেরিকার সাহায্য নিয়ে তৈরি তারাও। দুই কোরিয়ার সম্পর্ক যখন জমাট বরফের চেহারা নিয়েছে, দুই দেশের আম জনতাই যখন যুদ্ধ লাগার ভয়ে সিঁটিয়ে আছেন, তখনই উষ্ণতা ছড়িয়ে গেল দুই দেশের মধ্যে আয়োজিত একটি ফুটবল ম্যাচ। ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে জাপানের টোকিওতে মুখোমুখি হল দুই দল।

উত্তেজনাপূর্ণ ম্যাচের ৬৪ মিনিটে উত্তর কোরিয়ার ডিফেন্ডার রি ইয়ং চোল আত্মঘাতী গোল করেন। বিপক্ষের করা আত্মঘাতী গোলে ১-০-তে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর মাঠে ২ দল বিপক্ষের জালে বল জড়ানোর সবরকম চেষ্টা চালালেও তা সফল হয়নি। খেলার নির্ধারিত সময়ে আর কোনও গোল হয়নি। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে যায় দক্ষিণ কোরিয়া। যদিও সেই গোল তাদের কোনও খেলোয়াড়ের পা থেকে আসেনি। দুই কোরিয়া ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে আয়োজক দেশ জাপান ও চিন।

Share
Published by
News Desk