State

কালিম্পংয়ে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে হরকার দল

Published by
News Desk

৩ দিনের পাহাড় সফরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন কালিম্পংয়ে পৌঁছেই বিক্ষোভের মুখে পড়লেন। হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টির তরফে এদিন বিক্ষোভ দেখানো হয়। যে রাস্তা ধরে দিলীপ ঘোষের যাওয়ার কথা ছিল সেই রাস্তায় আগে থেকেই দু’ধারে হাতে প্ল্যাকার্ড নিয়ে জমা হয়েছিলেন জাপের কর্মী সমর্থকেরা। ছিলেন হরকা বাহাদুর ছেত্রী নিজেও। দিলীপ ঘোষের গাড়ি যাওয়ার সময় তাঁরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন।

তাঁদের অভিযোগ, পাহাড়ের মানুষ যখন বন্‌ধের মধ্যে প্রবল কষ্টে দিন কাটাচ্ছিলেন তখন দিলীপ ঘোষই বা কোথায় ছিলেন? আর দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়াই বা কোথায় ছিলেন? তখন তাঁদের পাহাড়ের মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা যায়নি কেন? এখন কেন এসেছেন, যখন পাহাড়ে বন্ধ উঠে গেছে। পাহাড় ছন্দে ফিরছে! যদিও এসব বিক্ষোভকে গুরুত্ব দিতে রাজি হননি বিজেপি রাজ্য সভাপতি। গুরুত্ব দিচ্ছেন না জানালেও এদিন বিক্ষোভ চলাকালীন গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটেই হোটেলে প্রবেশ করেন তিনি।

Share
Published by
News Desk