World

রানির নাতনির বিয়ে হল, জানতে পারল না কাকপক্ষী

রাজপরিবারের বিয়ে বলে কথা। মহা ধুমধাম হওয়ার কথা। মিডিয়ার আকর্ষণ সেখানে থাকার কথা। কিন্তু সেসব কিছুই হল না।

Published by
News Desk

লন্ডন : রাজপরিবারের বিয়েতে ধুমধাম হবে এটাই তো স্বাভাবিক। বিয়ে মানে তো উৎসব। আর জীবনের সবচেয়ে বড় উৎসবটা মনে রাখার মত করে পালন করতে কে না চায়। পরিবারও মুখিয়ে থাকে বিয়ের অনুষ্ঠানকে ঝলমলে করে তুলতে। আর সে বিয়ে যদি রাজপরিবারের হয় তাহলে তো কথাই নেই। গোটা মিডিয়া ওত পেতে থাকে খবরের খোঁজে। কিন্তু সেসব হল কই! বরং রানির নাতনির বিয়ে হয়ে গেল, অথচ কাকপক্ষীও টের পেল না!

করোনা পরিস্থিতি সব কিছু বদলে দিয়েছে। মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে নির্মল আনন্দ। পড়ে আছে শুধু দিন থেকে রাত পর্যন্ত চাপা হতাশা আর দুশ্চিন্তা। এর মধ্যই অবশ্য বিয়েটা সারলেন ব্রিটিশ রাজকন্যা প্রিন্সেস বিয়েট্রিস। পাত্র ইতালির। অনেক দিন হল তাঁদের বাগদান পর্ব হয়ে গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিক বিয়েটা। সেটাও হয়ে গেল এই করোনা পরিস্থিতির মাঝেই। খুব সামান্য মানুষের উপস্থিতিতে কার্যত এক অনাড়ম্বর ঘরোয়া বিয়ে হল রাজকন্যার।

প্রিন্সেস বিয়েট্রিস হলেন ব্রিটেনের রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রু-র বড় মেয়ে। ইতালির ধনকুবের এডোয়ার্ডো মাপেলি মোজি-র সঙ্গে বিয়েটা আগেই হওয়ার কথা ছিল। মে মাসে ঠিক থাকা সেই বিয়ে পিছিয়ে গিয়েছিল ব্রিটেনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায়। অবশেষে বিয়েটা হল রয়্যাল চ্যাপেলে। সামান্য আয়োজনে করোনা বিধি মেনেই বিয়ে হয়েছে বলে জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk