World

ভারত ডাক্তার-ইঞ্জিনিয়ার বানায়, আর পাকিস্তান জঙ্গি বানায়, রাষ্ট্রপুঞ্জে বললেন সুষমা স্বরাজ

Published by
News Desk

তাঁর দেশ বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদ বানানোর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে। আর পাকিস্তান জঙ্গি তৈরির কারখানা তৈরি করে। বিশ্বকে সন্ত্রাসবাদী উপহার দেয়। যেখানে ভারতের চিকিৎসকরা মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, সেখানে ভারতের কী করে ক্ষতি করা যায় কেবল সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এদিন এমনই চাঁচাছোলা ভাষায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দাঁড়িয়ে পাকিস্তানকে তুলোধোনা করলেন ভারতের বিদেশ‌মন্ত্রী সুষমা স্বরাজ। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ মানেই মানবসভ্যতার জন্য এক ভয়ংকর বর্বর সংঘর্ষ। যে দেশ সেই সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে, তারাই আবার মানবতা নিয়ে কথা বলছে। পাকিস্তানকে ভণ্ডামিতে চ্যাম্পিয়ন বলে ব্যাখ্যা করে সুষমা কটাক্ষের সুরে বলেন, এরাই আবার এই মঞ্চে দাঁড়িয়ে মানবতার কথা বলছে।

এদিন সুষমা স্বরাজের বক্তব্যের পর তাঁকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে তিনি বলেন, সুষমা স্বরাজ সন্ত্রাসবাদের বিপদ সম্বন্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন।

Share
Published by
News Desk

Recent Posts