Business

আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস কমাল রিজার্ভ ব্যাঙ্ক

Published by
News Desk

নোটবন্দির পর ব্যাঙ্কে প্রায় সব বাতিল পুরনো নোটই জমা পড়েছে বলে ঘোষণা করে কিছুদিন আগেই অস্বস্তিতে ফেলেছিল আরবিআই। এদিন গত অগাস্টে করা আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস এক ধাক্কায় কমিয়ে ফের একবার মোদী সরকারকে অস্বস্তিতে ফেলল শীর্ষ ব্যাঙ্ক। গত অগাস্টে রিজার্ভ ব্যাঙ্ক ২০১৭-১৮ আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস দিয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। এদিন তা এক ধাক্কায় কমিয়ে দিল তারা।

আরবিআই এদিন জানিয়েছে এখন যা পরিস্থিতি তাতে ২০১৭-১৮ আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে মনে করছে তারা। যা অবশ্যই মোদী সরকারের জন্য একটা বড় ধাক্কা। এদিকে আর্থিক বৃদ্ধির মন্থরদশা, গত ৫ মাসে পণ্যে মূল্যবৃদ্ধির হার সর্বাধিক হওয়া সত্ত্বেও এদিন রেপো রেট অপরিবর্তিতই রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যা অনেক অর্থনীতির বিশেষজ্ঞকেই অবাক করেছে।

Share
Published by
News Desk