রাস্তায় গড়ানো বিরাট বেলুন, ছবি – সৌজন্যে – ফেসবুক – @parmaheights.police
একটি কুমড়ো এক ব্যক্তির বাড়ির সামনের বাগানের সৌন্দর্য বাড়াচ্ছিল। কিন্তু কোনওভাবে কুমড়োটি সংযোগ ছিন্ন করে গড়াতে শুরু করে। অতি বিশাল, বলা ভাল দৈত্যের আকারের কুমড়ো। যা রাস্তায় বেরিয়ে ছুটে চলতে থাকে নিরুদ্দেশের পথে।
কুমড়োও ছুটছে। পুলিশও হার মানার পাত্র নয়। পুলিশও তাকে পাকড়াও করতে ছুটছে। একটা অত বড় কুমড়ো শহরের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে। সেই চিন্তা তো আছেই। সেই সঙ্গে কুমড়োকে ধরে তার মালিকের হাতে তুলে দেওয়াও একটা বড় দায়িত্ব।
সেটাও পুলিশকেই করতে হবে। সব চিন্তা মাথায় নিয়ে শহরময় কুমড়ো তাড়া করে বেরিয়ে অবশেষে সফল হয় পুলিশ। রাতের অন্ধকারে একটি রাস্তার ধারে কুমড়োকে ধরে ফেলেন এক পুলিশকর্মী এবং একজন স্থানীয় মানুষ।
কুমড়ো বটে। তবে এ কুমড়ো খাবার কুমড়ো নয়। এটি বাড়ি সাজিয়ে তোলার কুমড়ো। এগিয়ে আসছে হ্যালোউইন উৎসব। ভূতুড়ে এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হল কুমড়ো। বেলুনের মত ফোলানো কুমড়ো দিয়ে অনেকেই বাড়ি সাজান।
সেই ফোলানো কুমড়োর মধ্যে আলোও জ্বলে। এটাও তাই। যা আদপে একটি বেলুনের মত জিনিস। গোলাকার হওয়ায় হাওয়ার টানে সেটি রাস্তা দিয়ে ছুটে যেতে থাকে। ফলে সেটিকে কব্জা করতে পুলিশকে হিমসিম খেতে হয়।
আমেরিকার ওহিও-তে এই কুমড়ো কাণ্ড রীতিমত খবরের শিরোনামে জায়গা করে নেয়। অবশেষে সেটিকে রাস্তার ধার থেকে উদ্ধার করে তার মালিকের হাতে তুলে দেয় পুলিশ।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…