নোবেল পুরস্কার, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
একটি অণুর কার্যকরী জীবনকাল নির্ধারণের সহজ পদ্ধতি আবিষ্কার করে ২০১৭ সালে রসায়নে নোবেল পাচ্ছেন ৩ বিজ্ঞানী জাঁক ডুবসেঁ, জোয়াকিম ফ্রাঙ্ক ও মিচেল হেন্ডারসন। এতদিন একটি অণুর কার্যকরী জীবনকাল নির্ধারণের জন্য এক্স-রে ক্রিস্টালোগ্রাফি পদ্ধতি ব্যবহার করা হত। কিন্তু তা সব অণুর জীবনকাল নির্ধারণে সমর্থ ছিল না। এঁদের নয়া পদ্ধতিকে অনেক সহজ বলে মনে করেছে নোবেল কমিটি। সেই সাফল্যের সম্মান হিসাবেই এই ৩ বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়েছে।
এদিকে পুরস্কারের জন্য নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জোয়াকিম ফ্রাঙ্ক সাংবাদিকদের বলেন, দেশে বিদেশে প্রতিদিন নানা আবিষ্কার হয়ে চলেছে। সেখানে তাঁরা যে নোবেলের জন্য বিবেচিত তা জেনে তিনি আপ্লুত বলে জানান জোয়াকিম। তবে জোয়াকিম জানিয়েছেন, তাঁদের এই মেথোডলজির সম্পূর্ণ ব্যবহারিক প্রয়োগ শুরু হতে এখনও কিছু সময় বাকি আছে। তবে জিকা ভাইরাসের পুনর্গঠনে এই পদ্ধতিকে কাজে লাগানো হয়েছে।