National

‘সাধু’-র লালসার শিকার ৭ বছরের নাবালিকা

Published by
News Desk

ভণ্ড ‘বাবা’ রাম রহিমের ছায়া ফিরে এল উত্তরপ্রদেশের কনৌজে। এবার, ভণ্ড ‘বাবা’-র লালসার শিকার কোনও যুবতী বা কিশোরী নয়, সাত বছরের এক নাবালিকা। নিগৃহীতা কনৌজের দান্দৌর্দ খুর্দ এলাকার বাসিন্দা।

গত শুক্রবার প্রতিবেশির বাড়িতে ভগবতপাঠ শুনতে যায় নির্যাতিতা মেয়েটি। বেশ খানিকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তার বাড়ির লোকজন। খুঁজতে খুঁজতে এক সাধুর কুটিরের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। নিগৃহীতা বালিকার শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের অনুমান, অনেকে মিলে তার উপর যৌন নির্যাতন চালিয়েছে। ধর্ষণের পরে নাবালিকাকে প্রহার করা হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সাধুকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk