National

কয়েকশো সন্তানের পিতা, বিধায়কের সঙ্গে একটা ছবি তোলার জন্য পড়ে লম্বা লাইন

ভারতীয় গণতন্ত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে অন্যতম হলেন বিধায়করা। অনেক বিধায়ক নিজের দায়িত্ব সামলাতে অনেকসময় হিমশিম খেয়ে যান। অথচ এমনও এক বিধায়ক আছে যে কোনও দায়িত্বপালন না করেও সমাজে বিখ্যাত।

দায়িত্ব এবং সম্মানের এক মিশেল হল বিধায়কের জীবন। তবে কোনও এক বিশেষ বিধায়কের জীবনে কাজ নয় রয়েছে শুধুই খ্যাতির বিড়ম্বনা। চারপাশে তার এতই নামডাক যে লোকজন তাকে দেখলেই ছুটে আসেন। আগ্রহী হয়ে ওঠেন তার সাথে সেলফি তুলতে।

বিধায়কের চেহারা এবং মর্যাদা দেখলে যে কেউ অবাক হয়ে যান। তার সাথে ছবি, ভিডিও তোলার জন্য ভিড় জমে যায়। তার রাজকীয় জীবন যাপন, এলাহি খাওয়াদাওয়া দেখে রীতিমত চমকে যান অনেকে। এই বিধায়ক কোনও মানুষ নয়। বরং একটি মহিষ। নিজের নামের মান রেখে সে সত্যিই বিধায়কের মতই উচ্চস্তরের জীবন যাপন করে।

সম্প্রতি আয়োজিত একটি কৃষি মেলার অন্যতম আকর্ষণ ছিল বিধায়ক নামের এই ৭ বছর বয়সী মহিষটি। মেরঠের ওই মেলায় বিধায়ক নামে হরিয়ানার মুরা প্রজাতির মহিষটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। অসাধারণ চেহারা, প্রজনন ক্ষমতা এবং শক্তির কারণে বিধায়ক অসংখ্য প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে।

বিধায়কের সন্তানদের দুগ্ধ উৎপাদন ক্ষমতা অন্যান্য সাধারণ মহিষের তুলনায় অনেক বেশি। তারা প্রতিদিন ১০ থেকে ২০ লিটার অবধি দুধ দিতে পারে। বিধায়কের প্রতিপালক নরেন্দ্র সিং মহিষটিকে নিয়মিত কাজু, কাঠবাদাম, ঘি ইত্যাদি খাওয়ান। চমৎকার পশুপালনের জন্য তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে এই মহিষের দাম এর বীর্যের গুণমান দ্বারা নির্ধারিত হয়। এখনও পর্যন্ত এই মহিষের বীর্য প্রায় ৮ কোটি টাকায় বিক্রি হয়েছে। শুধুমাত্র বিধায়কের বীর্য বিক্রি করেই নরেন্দ্র সিং বার্ষিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা আয় করেন।

বিভিন্ন রাজ্য থেকে মেলায় আসা কৃষক এবং পশু প্রতিপালকরা বিধায়কের বীর্য কিনে নিয়ে যান যাতে তার বীর্য কাজে লাগিয়ে তাঁদের গোয়ালের মহিষরা এমন শক্তিধর হয়।

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

News Desk

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025