National

১৩ অক্টোবর দেশে পেট্রোল পাম্প ধর্মঘট, সামিল হচ্ছেন ৫৪ হাজার ডিলার

Published by
News Desk

বিক্রির ওপর লভ্যাংশ বৃদ্ধি, পেট্রোল-ডিজেলে জিএসটি চালু সহ একগুচ্ছ দাবিতে আগামী ১৩ অক্টোবর দেশ জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিল পেট্রোল ডিলারদের সংগঠন ‘ইউনাইটেড পেট্রোলিয়াম ফ্রন্ট’। এখানেই শেষ নয়, এই ধর্মঘটে তাদের দাবি মানা না হলে তারা আগামী ২৭ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বন্ধ করবে বলেও হুমকি দিয়েছে।

সংগঠনের তরফে দীর্ঘদিন ধরেই তাদের আর্থিক দাবিদাওয়া সহ একগুচ্ছ দাবিদাওয়া রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে পেশ করা হচ্ছে। কিন্তু তাদের অভিযোগ তাদের দাবিতে সেই অর্থে কর্ণপাতও করছে না তেল সংস্থাগুলি। কিন্তু এজন্য তাদের নাকি বহুদিন ধরেই নানা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ৩টি সংগঠন মিলিয়ে ইউনাইটেড পেট্রোলিয়াম ফ্রন্ট-এর আওতায় দেশজুড়ে ৫৪ হাজার পেট্রোল পাম্প রয়েছে। যা আগামী ১৩ অক্টোবর বন্ধ থাকবে। ফলে ওদিন পেট্রোল বা ডিজেল প্রায় মিলবে না বলে ধরে নেওয়াই ভাল। যা দেশজুড়ে অবশ্যই একটা বড় প্রভাব ফেলবে।

Share