National

হানিপ্রীতের ৬ দিনের পুলিশ হেফাজত

Published by
News Desk

ধর্ষক বাবা রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসানকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল পাঁচকুলা আদালত। পুলিশের তরফে ১৪ দিনের পুলিশে হেফাজতেরই আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক হানিপ্রীতকে ৬ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। হানিপ্রীতের বিরুদ্ধে রাম রহিমকে নিয়ে পালানোর পরিকল্পনা ও ২৫ অগাস্ট পাঁচকুলা, সিরসা সহ হরিয়ানার বিভিন্ন অংশে হিংসা ছড়ানোয় উস্কানির অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরেই তাকে পুলিশ খুঁজছিল। এক মাসের ওপর পালিয়ে বেড়ানোর পর অবশেষে গত মঙ্গলবার চণ্ডীগড়ের কাছে হাইওয়ে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে এতদিন ভাটিন্ডায় গা ঢাকা দিয়ে ছিল পাপা কি পরী। সূত্রের খবর, গত মঙ্গলবার গ্রেফতারের পর থেকেই হানিপ্রীতকে টুকটাক জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রায় সারারাতই জিজ্ঞাসাবাদ পর্ব চলে। এরপর এদিন তাকে আদালতে পেশ করা হয়।

Share
Published by
News Desk