National

নয়ডায় গাড়িতে তুলে তরুণীকে গণধর্ষণ

Published by
News Desk

গত শুক্রবার সন্ধে সাড়ে ৬টা। অটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এক তরুণী। অভিযোগ ঠিক তখনই তাঁর সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। ভিতরে ২ জন ছিল। তারা নয়ডা সেক্টর ১৮ কিভাবে যাবে তা জানতে চায়। ওই তরুণী এগিয়ে এসে তাদের রাস্তা বোঝাচ্ছিলেন। ঠিক তখনই গাড়ির মধ্যে তাঁকে টেনে তুলে নেয় একজন। তারপর গাড়ি ঘুরতে থাকে বিভিন্ন রাস্তা। গাড়ির ভিতরে একের পর এক পালা করে তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই তরুণী। রাত ২টো নাগাদ তাঁকে দিল্লির অক্ষরধামের কাছে ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় অভিযুক্ত ২ ব্যক্তি। সেখান থেকেই ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন ওই তরুণী।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগ করলেও ওই তরুণী ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হননি। নিজের মোবাইল ফোনটিও পুলিশকে দিতে রাজি হননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk