National

ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ‘বাবা’

Published by
News Desk

ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার আর এক স্বঘোষিত ‘বাবা’। নাম কৌশলেন্দ্র প্রপন্নাচা‌র্য। যাকে তার শিষ্য থেকে আমজনতা ‘ফলাহারি মহারাজ’ নামেই বেশি চেনেন। রাজস্থানের আলোয়ারের এই বাবার শিষ্য দেশে বিদেশে ছড়িয়ে আছেন। বছর ২১-এর এক তরুণী অভিযোগ করেন যে গত ৭ অগাস্ট তাঁকে বাবা তার আলোয়ারের আশ্রমে ধর্ষণ করে। ছত্তিসগড়ের বাসিন্দা ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, তাঁর পরিবার গত ১৫ বছর ধরে ফলাহারি মহারাজের ভক্ত। সেই সূত্রেই তিনি আলোয়ারের এই আশ্রমে এসেছিলেন। তারপরই ৭০ বছরের ফলাহারি বাবার লালসার শিকার হতে হয় তাঁকে।

গত বুধবার অভিযোগ সামনে আসার পরই ফলাহারি বাবা আলোয়ারের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়ে যায়। গত শুক্রবার মহারাজ সুস্থ বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। তারপরই শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk