National

রাতের অন্ধকারে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করল প্রতিবেশি

Published by
News Desk

স্বামীর জন্য অপেক্ষা করতে করতে একটু চোখ লেগে গিয়েছিল। ঘরের দরজা খোলাই ছিল। আশপাশে প্রতিবেশিদের ঘর। তাই চিন্তার কিছু নেই। স্বামী ফিরলে আর দরজা খুলতে হবেনা। কিন্তু এই সরল ভাবনা যে তাঁর জীবনে কি ভয়ংকর সময় নিয়ে আসতে চলেছে তা টের পেলেন কিছুক্ষণ পর।

স্বামী কাজ করেন দক্ষিণ মুম্বইয়ের নাল বাজারে। কর্মক্ষেত্রে একটু বেশি সময় পর্যন্ত থাকতে হওয়ায় ফিরতে রাত হয়েছে। স্বামীর পথ চেয়ে বসে থাকতে থাকতে চোখ লেগে যাওয়া ওই মহিলার দাবি, দরজা খোলা থাকার সুযোগ নিয়ে তাঁর এক প্রতিবেশি ও তার ২ বন্ধু মিলে ঘরে ঢুকে আসে। তারপর তাঁকে ধর্ষণ করে।

অভিযুক্তরা চলে যাওয়ার কিছুক্ষণ পর ঘরে ফিরে স্বামী দেখেন স্ত্রী অঝোরে কাঁদে চলেছেন। তাঁর জামাকাপড় সব ছেঁড়া। সব শুনে অভিযুক্ত প্রতিবেশির ঘরে ছুটে যান তিনি। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। পরে বাইকুল্লা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk