National

৩২৪ কেজি ঝরিয়ে আবুধাবি যাচ্ছেন ইমান

Published by
News Desk

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মানুষ তুরস্কের ইমান আহমেদকে মুম্বই উড়িয়ে আনা হয়েছিল ৮৩ দিন আগে। উদ্দেশ্য ছিল তাঁর ওজন কমানো। শুনতে সহজ হলেও কাজটা সহজ ছিলনা। বরং তাঁর চিকিৎসক ব্যারিয়াট্রিক সার্জন মুফ্ফাজল লাখদাওয়ালার কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জ। কারণ এর আগে যে দুজন ভারী মানুষের ওজন কমানোর চেষ্টা হয়েছে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। ফলে শুরু থেকেই সতর্কতা ছিল যথেষ্ট। সারাক্ষণ ৩৬ বছরের ইমান আহমেদকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেইসঙ্গে ওজন কমানোর কাজও চলছিল।

৮৩ দিন পর ৩২৪ কেজি ওজন হ্রাস করা গেছে প্রায় ৫০০ কেজি ওজনের ইমানের। আপাতত তাঁর ওজন এসে ঠেকেছে ১৭০ কেজিতে। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সেই আবুধাবির বুরজিল হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আগে পর্যন্ত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে। ইমনকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মুম্বই পুলিশ বিশেষ গ্রিন করিডরের ব্যবস্থা করে।

Share
Published by
News Desk