National

নাপিত ডেকে মোষ শাবকের মুণ্ডন, সাক্ষী রইল গোটা গ্রাম

Published by
News Desk

মানব সন্তানের মুণ্ডন বা মাথার চুল কেটে নেড়া করার রীতি অনেক পরিবারেই আছে। সন্তান জন্মের সময় যে চুল নিয়ে জন্মায় তা কিছুটা বাড়ার পর তা কামিয়ে মাথা নেড়া করার সেই অনুষ্ঠানে উপস্থিতি থাকেন অনেকে। বড় করেই আয়োজন করেন অনেকে এই উৎসবের। তা বলে মোষ শাবকের মুণ্ডন! অবাক হওয়ার মত মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে। বাড়ির গোয়ালে থাকা মোষের শাবক হওয়ার পর তার মাথা কামিয়ে মুণ্ডনের আয়োজন হয়েছে।

মোষ শাবকটিকে লাল চুনরি দিয়ে জড়িয়ে নাপিত ডেকে তার মুণ্ডন করানো হয়েছে। নাপিত ওই শাবকের মাথায় থাকা লোম চেঁচে দেন। হয়ে যায় মুণ্ডন। এই মুণ্ডনকে কেন্দ্র করে বহু মানুষের ভিড় জমেছিল। গোটা গ্রাম নিমন্ত্রিত ছিল। গোটা গ্রামের মানুষের জন্য ছিল খাওয়াদাওয়ার আয়োজন। সকলে মোষ শাবকের মুণ্ডন উপলক্ষে হাজির হয়ে গোটা ঘটনার সাক্ষীও হন।

এমন অবাক করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরের সারোলি গ্রামে। ওই গ্রামেরই এক বাসিন্দা পেশায় কৃষক জয় চন্দ্র সিং জানান, তাঁর গোয়ালের মোষের বার বার শাবক হত। আর তা কিছুদিন পর মারা যেত। এ নিয়ে তিনি চিন্তিত ছিলেন। পরে গ্রামেরই কয়েকজন তাঁকে পরামর্শ দেন এবার শাবক হলে তার মুণ্ডন করিয়ে গ্রামের সব মানুষকে ডেকে খাওয়াতে। জয় চন্দ্র সিং এখন অপেক্ষায় সবই তো করলেন এবার শাবকটি বাঁচবে তো! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk