National

বরফের ওপর ঝলমল করছে সোনা রোদ, পর্যটকরা খুশি

Published by
News Desk

গত ৩ দিনে হিমাচল প্রদেশের বহু জায়গায় তুষারপাত হয়েছে। বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড় থেকে সমতল। অন্য সব জায়গায় তুষারপাত হওয়ার পরও যে সিমলায় বরফ পরছিল না, সেখানেও এই মরসুমের প্রথম তুষারপাতে ৫ সেন্টিমিটার বরফের পুরু স্তর জমেছে। এভাবেই রবিবার পর্যন্ত চলা পর সোমবার সকাল থেকে ঝলমলে আকাশে সিমলা মোহময় হয়ে উঠেছে। পারদ নেমেছে মাইনাস ০.৭ ডিগ্রিতে।

সিমলা ছাড়াও গোটা হিমাচলেই কমবেশি বরফ পরেছে। অবশ্যই পাহাড়ি এলাকায় তুষারপাতের পরিমাণ অনেক বেশি। কুফরি, ফাগু ও নারকান্দায় প্রবল তুষারপাত হয়েছে। লাহুল-স্পিতিতেও তুষারপাত হয়েছে। আবার হিমাচলের সমতলের কিছু জায়গায় তুষারপাত সামান্য হলেও মূলত বৃষ্টি হয়েছে। ভাল পরিমাণ বৃষ্টিতে ভিজেছে ধরমশালা, পালামপুর, সোলান, নাহান, উনা, মান্ডির মত জায়গাগুলি। এই ঝঞ্ঝা পরিস্থিতির সোমবার থেকে উন্নতি হলেও আবহাওয়া দফতর জানিয়েছে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা কাস্পিয়ান সাগরে জন্ম নিয়েছে। তা আফগানিস্তান, পাকিস্তান হয়ে পশ্চিমী হিমালয়ে প্রভাব ফেলতে পারে আগামী ৮ জানুয়ারির পর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share