World

ফের মেক্সিকোয় তীব্র কম্পন, মাত্রা ৬.২

Published by
News Desk

মাত্র ৩ দিন আগের কথা। ভয়ংকর ভূমিকম্পে মৃত্যু মিছিল আর ধ্বংসলীলার হাড়হিম করা স্মৃতি এখনও তাজা সকলের মনে। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও শেষ হয়নি। তারমধ্যেই ফের কেঁপে উঠল মেক্সিকো। কম্পনের মাত্রা আগের দিনের চেয়ে কম হলেও খাতায় কলমে কম্পন তীব্র ভূমিকম্প হিসাবেই পরিগণিত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২।

এদিন সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় মেক্সিকোর ওক্সাকা রাজ্যে। কম্পন শুরু হতেই বিশাল এলাকা জুড়ে শুরু হয় সাইরেন। মানুষজনকে তটস্থ করতেই এই ব্যবস্থা। যদিও ততক্ষণে মানুষ ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসা শুরু করে দেন। ব্যাহত হয় উদ্ধারকাজ। তবে এদিনের কম্পনে আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার নয়। তবে এদিনও বেশ কিছু বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়ে।

Share
Published by
News Desk