Kolkata

বিনিয়োগের আশায় বাণিজ্যনগরীতে মুখ্যমন্ত্রী

Published by
News Desk

রাজ্যে আরও বেশি পরিমাণ বিনিয়োগ টানতে বরাবরই উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই এবার মুম্বই পাড়ি দিলেন তিনি। মুম্বইয়ের এক বণিকসভার আমন্ত্রণে সাড়া দিয়েই তাঁর মুম্বই পাড়ি। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব মলয় দে সহ অন্যান্য আধিকারিকরা।

সূত্রের খবর, বণিকসভার সঙ্গে বৈঠকের পাশাপাশি স্থানীয় শিল্পপতিদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন মুখ্যমন্ত্রী। কথা হতে পারে রিলায়েন্সকর্তা মুকেশ আম্বানির সঙ্গেও। চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন, বাংলা বদলে গেছে। বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গে এলে ভারতের উত্তরপূর্বাঞ্চল সহ একাধিক প্রতিবেশি দেশে ব্যবসার সুযোগ মিলবে। পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যার আশপাশে বাংলাদেশ, নেপাল, ভুটানের মত প্রতিবেশি দেশগুলি রয়েছে। ফলে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে এখানেও বাণিজ্যপ্রসারের সুযোগ রয়েছে। রাজ্যে বিনিয়োগ আনতে মরিয়া মুখ্যমন্ত্রীর এবারের মুম্বই সফর কতটা ফলপ্রসূ হয় সেদিকে চেয়ে অনেকেই।

Share
Published by
News Desk