Kolkata

ধর্মীয় অনুষ্ঠানের মাইক বন্ধ করতে এসে পুলিশ জুলুমের অভিযোগ, উত্তাল গ্রাম

Published by
News Desk

একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল নিউটাউনের পাথরঘাটা গ্রামে। অনুষ্ঠানে অনেক রাত পর্যন্ত মাইক বাজছিল বলে অভিযোগ। এদিকে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। এভাবে রাতেও মাইক বাজানো বন্ধ করতে সেই অনুষ্ঠান স্থলে হাজির হয় পুলিশ। স্থানীয়দের দাবি, সেখানে এসে মাইক বন্ধ করানোর নাম করে জুলুম শুরু করে পুলিশ। পুলিশ অত্যাচার করছে এমন খবরে গ্রামের বহু মানুষ সেখানে হাজির হন।

ছবি – সৌজন্যে – ফেসবুক – @patharghatapublic

পুলিশি জুলুমের প্রতিবাদে পাথরঘাটা গ্রামে রাতেই শুরু হয় বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরুদ্ধ করা হয়। এদিকে অবস্থা বুঝে তখনকার মত সেখান থেকে চলে যায় পুলিশ। রাতভরই বিক্ষোভ চলে। সকালেও পুলিশ ঢুকলে তাদের দিকে তেড়ে যান গ্রামবাসীরা। পুলিশের একটি বাইক ভাঙচুর করা হয়। পুলিশের দিকে তেড়ে যান মারমুখী জনতা। পিছু হঠে পুলিশ।

ছবি – সৌজন্যে – ফেসবুক – @patharghatapublic

পাথরঘাটা গ্রাম সকালেও কিন্তু বিক্ষোভের আগুনে জ্বলেছে। ক্ষোভে বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকেন। কোনও যান চলাচল করেনি। গ্রামের দোকানপাট বন্ধ ছিল। পরে বিধায়ক সব্যসাচী দত্ত এলাকায় হাজির হয়ে সকলকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। আসেন পুলিশের আধিকারিকরাও। দুপুর নাগাদ অবস্থা অনেকটা শান্ত হয়।

Share
Published by
News Desk

Recent Posts