Kolkata

উত্তর-দক্ষিণ জুড়তে চালু বাস পরিষেবা

Published by
News Desk

উত্তর ও দক্ষিণের মধ্যে সংযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অনেক রাস্তা ভেঙে যাওয়ায় বা জলের তলায় থাকায় সড়ক যোগাযোগ বেশ কয়েকদিন ধরেই বন্ধ ছিল। বন্ধ রেল যোগাযোগও। রেল কর্তৃপক্ষ আগামী শুক্রবার থেকে রেল যোগাযোগ ফের চালু করা যায় কিনা তা খতিয়ে দেখছেন। তবে সবই নির্ভর করছে জলের স্তর কোথায় থাকে তার ওপর। দক্ষিণ থেকে উত্তরে পৌঁছনো বা উত্তর থেকে দক্ষিণে পৌঁছনোর এখন একটাই ভরসা বিমান। কিন্তু তার টিকিটের মূল্য দেওয়া অনেকেরই অসাধ্য। ফলে বৃহস্পতিবার কলকাতা থেকে উত্তরমুখী সরকারি বাস চালু হওয়ায় সেখানে ভোর থেকে বিশাল লাইন পড়ে। টিকিট কাটতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হয় মানুষজনকে।

এদিন একের পর এক বাস ছাড়লেও কতক্ষণে উত্তরবঙ্গে পৌঁছনো সম্ভব হবে তা এখনও বাস চালকদের কাছে পরিস্কার নয়। রাস্তার পরিস্থিতির ওপর মাঝপথে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই রায়গঞ্জ যাওয়ার জন্য রুট বদলে বাস বুনিয়াদপুর হয়ে যাচ্ছে। চেনা সোজা পথে যাওয়া সম্ভব হচ্ছেনা। তবে আটকে থাকার পর অবশেষে বাড়ির পথে যাত্রা করতে পেরে হাসি ফুটেছে বাসে উঠে বসা মানুষজনের মুখে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts