Kolkata

রাজ্যে ৩৪ হাজার পার নমুনা পরীক্ষা, বাড়ল সুস্থতার হার

আগের দিনই ৩ হাজার পার করেছে দৈনিক রোগীর সংখ্যা। গত একদিনেও প্রায় একই জায়গায় রইল নতুন সংক্রমিতের সংখ্যা।

Published by
News Desk

কলকাতা : রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই তা কিছু কিছু করে বাড়ছে। গত একদিনে সেই সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। আগের দিনই ৩ হাজার পার করেছে দৈনিক রোগীর সংখ্যা। ওইদিন রাজ্যে করোনা রোগী পাওয়া গিয়েছেন ৩ হাজার ৩৫ জন। গত একদিনে তা আরও একটু বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৪ জন। যেটা লক্ষণীয় যে গত একদিনে রাজ্যে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে। এই প্রথম ৩৪ হাজার পার করল নমুনা পরীক্ষা।

গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ২১৪টি। এটা রেকর্ড। তারমধ্যে ৩ হাজার ৭৪ জনের দেহে করোনার হদিশ মিলেছে। ফলে নমুনা পরীক্ষা অনেকটা বাড়লেও দৈনিক রোগীর সংখ্যা কিন্তু প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। রাজ্যে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১৩ হাজার ৪৩২ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ২১৯ জন।

রাজ্যে করোনায় মৃত্যুও বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যা আগের দিনের তুলনায় ২ কম। যার হাত ধরে এদিন রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৭ জন। গত একদিনে যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২১ জন।

কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হাওড়ায় ৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন এবং হুগলিতে ২ জন প্রাণ হারিয়েছেন। ১ জন করে প্রাণ হারিয়েছেন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৫৪৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ৮৩ হাজার পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৩৬ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। রাজ্যে এদিন সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৩.৯১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus