Categories: Sports

হায়দরাবাদকে সহজে হারাল নাইটরা

Published by
News Desk

নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। চড়া গরম। তার মধ্যেই বিকেল চারটে থেকে খেলা। কাজটা দুটো দলের জন্যই সহজ ছিল না। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। যে দল টস জিতবে তারা যে পিচের তোয়াক্কা না করে ব্যাট করার সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা। কারণটা লাগাম ছাড়া গরম। গরমে ফিল্ডিংটা এড়াতে পারলে এনার্জি অনেকটাই বাঁচবে। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট খুইয়ে বসার উপক্রম হয় সানরাইজার্সদের। কিন্তু  মর্নি মরকেলের নো বল সে যাত্রায় বাঁচিয়ে দেয়। কিন্তু সে সুখ দীর্ঘস্থায়ী হয়নি। একের পর এক উইকেট হারিয়ে প্রথম থেকেই চাপে পড়ে যায় হায়দরাবাদ। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে তারা। হায়দরাবাদের হয়ে একমাত্র বড় রানের ইনিংস খেলেন মরগান। সহজ টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই সাবলীল দেখিয়েছে কলকাতাকে। প্রথম জুটিতেই গম্ভীর ও উত্থাপ্পা জয়ের লক্ষ্য ছোঁয়ার জায়গা তৈরি করে ফেলেন। পরে উত্থাপ্পা ও রাসেলের উইকেট হারালেও গম্ভীরের ৮৫ রানের অনবদ্য ইনিংস মাত্র ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় কলকাতাকে। কলকাতার পরের খেলা মোহালিতে। ১৯ এপ্রিল মোহালিতে তাদের প্রতিপক্ষ পঞ্জাব।

Share
Published by
News Desk

Recent Posts