Sports

নতুন ইতিহাস লিখে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল ভারত

Published by
News Desk

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে জিতল ভারত। লিখল এক নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম কোনও টেস্ট সিরিজ জিতল ভারত। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ টেস্ট ড্র ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল তারা। যদিও সিডনিতে হওয়া এই টেস্টের ভাগ্য ২ দিন আগেই লিখে দিয়েছিল বিরাটের ছেলেরা। জয়টা ছিল সময়ে অপেক্ষা। সেই অধীর অপেক্ষার সময়সীমাকে আরও কমিয়ে দিল ঝিরঝিরে বৃষ্টি। স্থানীয় সময় দুপুর আড়াইটেয় মাঠ পরীক্ষার পর খেলা এদিনের মত বাতিল করা হয়। খেলা ড্র ঘোষণা হয়। তবে এদিন বৃষ্টি কিন্তু অস্ট্রেলিয়াকে কার্যত বাঁচিয়ে দিয়েছে। কারণ এদিন ৩১৬ রানে পিছিয়ে থেকে ১০ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামতে হত অজিদের। প্রথম ইনিংসে ৩০০ রানে আল আউট হওয়ার পর অজিদের ফলো অন করায় ভারত। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের শেষে তাদের সংগ্রহ ছিল কোনও উইকেট না হারিয়ে ৬ রান। ফলে পঞ্চম দিনে তাদের দাঁত কামড়ে ক্রিজে টিকে থাকার লড়াই চালতে হত। যা ভারতীয় স্পিন আক্রমণের সামনে কতটা সম্ভব হত তা নিয়ে প্রশ্ন আছে। যদি তা পারতও তবে তা অনেক লড়ে তবে অর্জন করতে হত। ফলে এদিনের বৃষ্টি ভারতের জয়ের সম্ভাবনায় দাঁড়ি টেনে দিল।

এই টেস্ট সিরিজ অমীমাংসিতভাবে শেষ করতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে জিততেই হত। কিন্তু টস জিতে ভারত ব্যাট করতে নেমে পূজারা, ঋষভ পন্থ, জাদেজা ও মায়াঙ্ক আগরওয়ালের হাত ধরে ৬২২ রানের পাহাড় তৈরি করে। এই অবস্থায় ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠায় মেন ইন ব্লু। তারপর ভারতীয় স্পিন আক্রমণ, বিশেষত কুলদীপের ঘূর্ণিতে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার টেস্ট জেতার যাবতীয় স্বপ্ন। চতুর্থ দিনেও বৃষ্টি সমস্যা করে। তবে খেলা কিছুক্ষণ হয়। পঞ্চম দিনে টিপ টিপ বৃষ্টি আর মেঘলা আকাশ খেলাই হতে দিলনা। খেলা অমীমাংসিতভাবে শেষ হল। ভারত নয়া ইতিহাস রচনা করে টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়ায়। এই টেস্টে চেতেশ্বর পূজারা ম্যান অফ দ্যা ম্যাচ হন। ম্যান অফ দ্যা সিরিজও হন ভারতের টেস্ট স্পেশালিষ্ট হিসাবে চিহ্নিত চেতেশ্বর।

Share
Published by
News Desk