World

জলের তলায় লুকিয়ে ছিল আস্ত শহর, পাওয়া গেল হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ

সমুদ্রের জলের তলায় লুকিয়ে ছিল একটা শহর। বাড়ি, ঘর, উপাসনাস্থল, মূর্তি, পাত্র সবই। তারই খোঁজ মিলল। তুলে আনা হল শহরের অংশ।

Published by
News Desk

এই সমুদ্রের ধারে এতদিনে বহু মানুষ গেছেন। ঢেউয়ের তালে তালে সমুদ্রকে উপভোগ করেছেন। কিন্তু তাঁরা বুঝতেও পারেননি ওই ঢেউয়ের তলায় লুকিয়ে আছে একটা বিশাল শহর। অবশেষে সেই শহরের খোঁজ মিলল।

তারপর বিশেষ পদ্ধতি মেনে একটা একটা করে কিছু নিদর্শন তুলেও আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলের তলায় হারিয়ে যাওয়া এ শহর ২ হাজার বছর আগেও হয়তো জলের উপরেই ছিল।

সে সময় তা ছিল প্রাচীন শহর ক্যানোপাস-এর অংশ। যা ছিল মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে। মিশরের অন্যতম বন্দর শহর আলেকজান্দ্রিয়ার কাছে রয়েছে আবু কির বে।

এই জলের তলায় ডুব দিয়েই পাওয়া গেছে জলের তলায় হারিয়ে যাওয়া শহরের খোঁজ। যেখান থেকে এক এক করে স্ফিংক্স, পুরোহিতদের মূর্তি, শহরের নানা টুকরো নিদর্শন তুলে আনার কাজ শুরু হয়।

বিশেষজ্ঞেরা মনে করছেন মিশরের টলেমিক যুগ ও রোমান যুগে এই শহরটি রমরম করত। বাণিজ্য কেন্দ্রও ছিল। তারপর কোনও কারণে সেটি জলের তলায় চলে যায়। সেটা ভূমিকম্পের কারণে বা সুনামির কারণে হয়ে থাকতে পারে।

যেসব প্রাচীন নিদর্শন ও শিল্পকীর্তি জলের তলা থেকে তুলে আনা হয়েছে সেগুলি আপাতত মিশরের মিউজিয়ামে জায়গা পেতে চলেছে। প্রসঙ্গত জলের তলায় হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা ও শিল্পকীর্তি রক্ষা করা নিয়ে মিশর এই শতাব্দীর শুরু থেকেই যথেষ্ট তৎপর।

Share
Published by
News Desk
Tags: Egypt