Sports

বদলে যাচ্ছে ‘সাই’-এর নাম, ইঙ্গিত ক্রীড়ামন্ত্রীর

ভারতীয় ক্রীড়া জগতের মানুষ হন বা ক্রীড়াপ্রেমী, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা ‘সাই’ নামটা সকলের কাছে সুপরিচিত। সেই সাই নামটাই এবার বদলাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের বলেন, খেলার দুনিয়ায় কর্তৃপক্ষ বা অথরিটি শব্দের কোনও জায়গা নেই। তাঁর দাবি, অথরিটি নয় সার্ভিস বা পরিষেবা অনেক বেশি গ্রহণযোগ্য শব্দ। ফলে অনেকেই মনে করছেন এবার কী তবে এতদিনের ‘সাই’ নাম বদলে হতে চলেছে ‘এসএসআই’ অর্থাৎ স্পোর্টস সার্ভিস অফ ইন্ডিয়া?

যদিও সেটা এদিন পরিস্কার করে কিছু জানাননি মন্ত্রী। তবে নাম বদলের সঙ্গে সঙ্গে দেশের ক্রীড়া ক্ষেত্রের মানোন্নয়ন নিয়ে কেন্দ্রের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ২০২২ সালের মধ্যে ভারতীয় ক্রীড়ার মান আরও ৫০ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে আগামী দিনে এগোনো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, আগামী দিনে দেশের বিভিন্ন কোণা থেকে ক্রীড়া প্রতিভা খোঁজার জন্য একটি বোর্ড গঠন করা হবে। দেশের সব স্কুলে ক্রীড়া সংস্কৃতি বাড়াতেও জোর দেবে সরকার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *