Horoscope

ধনু রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন – শিবশংকর ভারতী

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে ধনু রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

গত বছরের তুলনায় কর্মজীবন ও অর্থভাগ্যের কমবেশি উন্নতি হবে। হঠাৎ হঠাৎ অর্থাগম হবে। চাকুরিয়াদের অবস্থা থাকবে স্থিতিশীল।

স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা সুস্থ থাকবে। সংসারজীবন চলবে অস্বস্তির মধ্যে দিয়েও খানিকটা স্বস্তির মেজাজে। নিজ গৃহে কিংবা কোনও আত্মীয়ের গৃহে শুভ কর্মানুষ্ঠান হবে।

দীক্ষাপ্রার্থীদের অনেকের দীক্ষালাভ হবে। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। কোথাও ভ্রমণ হবে, আবার কিছু ভ্রমণের পরিকল্পনা পণ্ডও হতে পারে।

কোনও সুসংবাদে আনন্দিত হবেন। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে প্রীতির সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। হঠাৎ দেবালয় ভ্রমণযোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে সময়টা কাটবে আনন্দের মধ্যে দিয়ে।

ধনু লগ্নের পারিবারিক ও শারীরিক অস্বস্তি একটা থেকে যাবে।

Show More

Sibsankar Bharati

স্বাধীন পেশায় লেখক জ্যোতিষী। ১৯৫১ সালে কলকাতায় জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। একুশ বছর বয়েস থেকে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পত্রিকায় স্থান পেয়েছে জ্যোতিষের প্রশ্নোত্তর বিভাগ, ছোট গল্প, রম্যরচনা, প্রবন্ধ, ভিন্নস্বাদের ফিচার। আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দলোক, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, সকালবেলা সাপ্তাহিকী, নবকল্লোল, শুকতারা, দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিবেদন 'আমার সময়' সহ অসংখ্য পত্রিকায় স্থান পেয়েছে অজস্র ভ্রমণকাহিনি, গবেষণাধর্মী মনোজ্ঞ রচনা।

One Comment