Horoscope

মীন রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন – শিবশংকর ভারতী

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে মীন রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

এ বছরে ব্যয় বাড়বে হুহু করে। মানসিক উদ্বেগ আর প্রচ্ছন্ন অশান্তি একটা থেকে যাবে। কর্মক্ষেত্রে তেমন পরিবর্তন কিছু হবে না।


আর্থিক অবস্থা থাকবে স্থিতিশীল। কোনও আত্মীয় কিংবা বন্ধু বিচ্ছেদ যোগ। বিদ্যার্থীদের গতানুগতিক সময়। হঠাৎ কোনও দেবালয়ে ভ্রমণযোগ।

দূরপাল্লার ভ্রমণে বাধা পড়তে পারে। শারীরিক আমেজ প্রায়ই নষ্ট হবে। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে শুভ কর্মানুষ্ঠান হবে।



বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা। অপ্রত্যাশিত কিছু অর্থ অথবা দ্রব্যলাভ। কোনও সুসংবাদে আনন্দলাভ। অন্যের গৃহে আতিথ্যলাভ, গৃহে আত্মীয় সমাগম, পা মচকে যাওয়ার সম্ভাবনা।

হঠাৎ দেনায় জড়াতে পারেন। প্রেমপ্রীতিতে অশান্তি কেটে প্রীতি ও হৃদ্যতা বাড়বে।

মীন লগ্নের স্বাস্থ্য বিব্রত করবে। কোনও সুখবর উৎসাহিত করবে। নিকট ভ্রমণ যোগ।

Show More

Sibsankar Bharati

স্বাধীন পেশায় লেখক জ্যোতিষী। ১৯৫১ সালে কলকাতায় জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। একুশ বছর বয়েস থেকে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পত্রিকায় স্থান পেয়েছে জ্যোতিষের প্রশ্নোত্তর বিভাগ, ছোট গল্প, রম্যরচনা, প্রবন্ধ, ভিন্নস্বাদের ফিচার। আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দলোক, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, সকালবেলা সাপ্তাহিকী, নবকল্লোল, শুকতারা, দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিবেদন 'আমার সময়' সহ অসংখ্য পত্রিকায় স্থান পেয়েছে অজস্র ভ্রমণকাহিনি, গবেষণাধর্মী মনোজ্ঞ রচনা।
Back to top button