Horoscope
তুলা রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন – শিবশংকর ভারতী
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে তুলা রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

কর্মজীবন ও অর্থভাগ্যের লক্ষণীয় পরিবর্তন কিছু হবে না। সমস্ত ব্যাপারটাই চলবে গতানুগতিক প্রবাহে। আটকে থাকা কিছু কাজ ছাড়া পাবে ধীরে ধীরে।
নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ভাবার বাইরে কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণের জন্য প্রশংসিত হবেন।
দূরপাল্লায় এবং নিকট ভ্রমণ হবে কয়েকবার। মাঝেমধ্যে শারীরিক আমেজ নষ্ট হবে। বেশ কয়েকবার কোথাও আমন্ত্রিত হবেন।
আত্মীয় কিংবা বন্ধু বিচ্ছেদ যোগ। কোনও নিকট আত্মীয়ের গৃহে মাঙ্গলিক কর্মানুষ্ঠান, বিশ্বাস করে ঠকে যাওয়ার ভয়। বিশ্বাসটা কম করলেই ভালো।
দোষ না করেও দোষী হতে পারেন। শত্রু দ্বারা ক্ষতির ভয় নেই। প্রেমপ্রীতিতে মাঝেমধ্যে অশান্তি আবার মিটমাট হয়ে যাবে।
তুলা লগ্নের দেহের অস্বস্তি ও মনের অস্থিরতা থেকে যাবে।
rajeshkapat06@gmail.com
Korkat rashi 2021 kemon katbe