Horoscope

মিথুন রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন – শিবশংকর ভারতী

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে মিথুন রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে এ বছরটা। কর্মজীবন ও অর্থভাগ্যের কমবেশি উন্নতি হবে। শুভ যোগাযোগের পক্ষে বছরটা লক্ষণীয়।

বিদ্যার্থীদের পক্ষে বছরটা শুভ হয়ে উঠবে। কাছাকাছি হোক বা দূরে কোথাও না কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত কিছু অর্থলাভ হবে।

নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আত্মীয়দের কারও সঙ্গে প্রীতির সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। নিজ গৃহে শুভ কর্মানুষ্ঠান হবে।

ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ আনন্দিত করবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মতবিরোধ অশান্তি অনেক কমে যাবে।

মিথুন লগ্নের স্বাস্থ্য ঠিকঠাক চলবে। আর্থিক ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতি হবে।

Show More

6 Comments

  1. আমার মিথুন রাশি বৃশ্চিক লগ্ন পুনর্বসু নক্ষত্র ডেট অফ বার্থ 16 ই জুন উনিশ শ অষ্টআশি আমার এই বছরটা কেমন যাবে যদি একটু বলে দেন

  2. আমার মিথুন রাশি , বৃশ্চিক লগ্ন। ছয় আদ্র নখ্যত্র । কৃ : চতুর্থীতিথী। 4/11/1993 birth date
    Time :7:30am
    আমার সর্দি কিছুতেই ভালো হছে না, বছরটি কেমন যাবে এবং সার্বিক উন্নতি লাভের উপায় যদি একটু বলে দেন।

  3. আমার মিথুন রাশি , বৃশ্চিক লগ্ন। ছয় আদ্র নখ্যত্র । কৃ : চতুর্থীতিথী। 4/11/1993 birth date
    Time :7:30am
    আমার সর্দি কিছুতেই ভালো হছে না, বছরটি কেমন যাবে এবং সার্বিক উন্নতি লাভের উপায় যদি একটু বলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *