মিথুন রাশির ২০২১ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন – শিবশংকর ভারতী
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে মিথুন রাশির ২০২১ সালের রাশিফল - কেমন কাটবে ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

যে কোনও মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সার্বিক গ্রহাবস্থানের ওপর নির্ভর করে সুখদুঃখ বা হাসিকান্না। মানসিক শান্তি অশান্তি ইত্যাদি বিষয়গুলি শুধুমাত্র রাশিনির্ভর নয়, সামগ্রিকভাবে গ্রহাবস্থানভিত্তিক। ফলে, ফলের হেরফের হওয়াটা স্বাভাবিক।
এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনও কাজের কথা নয়, চলার কারণও আছে বলে মনে হয় না।
যাই হোক, ‘মানুষের মনের পুষ্টি আর বৃদ্ধির অগ্রগতিতে সবচেয়ে বেশি সাহায্য করে পরিবেশগত শিক্ষা’, একথা বলেছেন ফ্রয়েড। একই সঙ্গে চরিত্রের সংজ্ঞায় পরিবেশের প্রভাব যে কতখানি তা পাওয়া যায় ফ্রয়েডেরই সহকর্মী ও শিষ্য আলফ্রেড অ্যাডলারের কথায়। তিনি চরিত্রের মনোজ্ঞ সংজ্ঞায় বলেছেন, ‘চরিত্র একটি মানসিক সংস্থা। কোনও ব্যক্তি যে পরিবেশের মধ্যে চলাফেরা করে সেই পরিবেশের সঙ্গে সে যে গুণ ও প্রকৃতি নিয়ে আদানপ্রদান করে তাই-ই হল তার চরিত্র।’
টমাস ভ্যান ডি ভেলডি বলেছেন, ‘কোনও মানুষের সেই গুণসমষ্টিই হল তার চরিত্র যেগুলি অন্য লোকের সঙ্গে ব্যবহারে তাদের চোখে ধরা পড়ে এবং যেগুলি অন্য লোক হতে তাকে পৃথক করে দেখায় অর্থাৎ যে গুণগুলি ব্যক্তির আচারে, আচরণে প্রতিক্রিয়ায় ও প্রকৃতিতে পরিস্ফুট হয়ে ওঠে।’
অনেকের রাশিফল মেলে, অনেকের মেলে না। কারণ, তিনটে নক্ষত্র নিয়ে হয় একটা রাশি। রাশি এক হলেও তিনটে নক্ষত্রের ফল আলাদা।
আমি যতটা সম্ভব সবদিক বজায় রেখে ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য ফলাফল লিখতে চেষ্টা করেছি। তবে যেখানে যে রাশির সতর্কতা নির্দেশ করেছি – সেখানে আমার অনুরোধ, অতি অবশ্যই যেন তা পালন করা হয়। নইলে কিন্তু অসম্ভব রকমের অশান্তি ও ক্ষতি অনিবার্য। আমি জ্যোতির্বিদ। করার ক্ষমতা কিছুই নেই – একমাত্র সতর্ক করা ছাড়া।
একটার পর একটা ঝুট ঝামেলায় কাটবে বছরটা। ব্যবসায়ীদের ব্যবসার উন্নতিতে বাধা হবে। হওয়া কাজে বাধা হওয়া, অকারণ অর্থকষ্ট, উটকো ঝামেলা মাঝে মধ্যেই বিব্রত করবে। কোনও কাজেই আশানুরূপ সাফল্য আসবে না।
ধর্মভাব মধ্যম। দূরপাল্লায় ভ্রমণ যোগ। অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়জনের সঙ্গে প্রীতির সম্পর্ক নষ্টের সম্ভাবনা। চাকরিজীবী ও পেশায় নিযুক্তদের তেমন কোনও পরিবর্তন হবে না।
অকারণ শত্রুতা মনকে বিব্রত করবে। স্বাস্থ্য প্রায়ই আমেজ নষ্ট করবে। আত্মীয় প্রীতিতে বাধা জন্মাবে। গৃহে কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠান হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে প্রায়ই মতবিরোধজনিত অশান্তি লেগে থাকবে।
মিথুনলগ্নের দেহ মন কর্ম ও সংসারজীবন বছরের অধিকাংশ থাকবে স্বস্তিহীন।
কি করলে একটু ভালো থাকবেন :
এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র এক বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।
একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনও বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর (খেয়ে বা না খেয়ে) দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে।
আমার মিথুন রাশি বৃশ্চিক লগ্ন পুনর্বসু নক্ষত্র ডেট অফ বার্থ 16 ই জুন উনিশ শ অষ্টআশি আমার এই বছরটা কেমন যাবে যদি একটু বলে দেন
আমার মিথুন রাশি , বৃশ্চিক লগ্ন। ছয় আদ্র নখ্যত্র । কৃ : চতুর্থীতিথী। 4/11/1993 birth date
Time :7:30am
আমার সর্দি কিছুতেই ভালো হছে না, বছরটি কেমন যাবে এবং সার্বিক উন্নতি লাভের উপায় যদি একটু বলে দেন।
আমার মিথুন রাশি , বৃশ্চিক লগ্ন। ছয় আদ্র নখ্যত্র । কৃ : চতুর্থীতিথী। 4/11/1993 birth date
Time :7:30am
আমার সর্দি কিছুতেই ভালো হছে না, বছরটি কেমন যাবে এবং সার্বিক উন্নতি লাভের উপায় যদি একটু বলে দেন।
sup_vat@rediffmail.com
Amar mithun rasi mejosera nakhatta.Ame bad finencial cindition a chalche.kobe katbe aktu balun
Amar mithun rashi ar tula logno,5th December 1979,mrigosira nokhhotro,amar biyer bepare janaben, kobe hobe
এই বছর টি কেমন যাবে মিথুন রাশির????